About Hand Sealer Machine

হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে কোন প্রোডাক্ট বা প্যাকেজ সিল করা হয়। সাধারণত হ্যান্ড সিলার মেশিন একই বা ভিন্ন ধরনের প্যাকেজিং ম্যাটারিয়াল তাপের মাধ্যমে সিল করে। তাপ ব্যবহার করা হয় বলে একে হিট সিলার মেশিন ও বলা হয়। খাদ্য সংরক্ষণের পাশাপাশি বায়োইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সেক্টরেও সিলিং মেশিন ব্যবহার করা হয়।  হ্যান্ড সিলিং মেশিনে বিভিন্ন ধরনের পপদ্ধতিতে সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে যেমন ইলেকট্রিক হ্যান্ড সিলার, নাইট্রোজেন সিলার প্রভৃতি । এছাড়া সিলিং এর পদ্ধতির উপর ভিত্তি করে ভারটিকাল ও হরাইজন্টাল সিলার ও রয়েছে। সিলিং মেশিনগুলো মানসম্মত এবং অত্যন্ত মজবুত।

Hand Sealer Machine PFS-400সিলড প্যাকেজটির ভিতর সাধারণত কোন ধরনের বাতাস প্রবেশ করতে পারে না যার ফলে পন্যের গুনগত মান বজায় থাকে। অনেকদিন ধরে সিলড প্যাকেজটি খাদ্য সংরক্ষিত করে  রাখতে সক্ষম। সিলড প্যাকেজটির মান ও বৈশিষ্ট্য বজায় রাখার ক্ষমতা নির্ধারণের জন্য কিছু যাচাই এবং বৈধতা পদ্ধতি অবলম্বন করা হয়। প্যাকেজ টেস্টের মাধ্যমে সিলের দৃড়তা যাচাই করা হয়।
ম্যানুয়াল হ্যান্ড সিলিং মেশিনের আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ৮ ইঞ্চি, ১২ ইঞ্চি, ১৬ ইঞ্চি প্রভৃতি। দৈনন্দিন কাজের জন্য মিনি সিলিং মেশিন রয়েছে যা ব্যবহার করে ছোট বিস্কুট, চিপস ইত্যাদির প্যাকেট সিল করা যায়।

ম্যানুয়াল হ্যান্ড সিলিং মেশিন ব্যবহারের সময় একটি কাপড় ও একটি পাত প্রয়োজন হয়। কিছু সিলিং মেশিন সাপ্লায়ার প্যাকেজিং এর জন্য প্রয়োজনীয় ম্যাটারিয়াল প্রদান করে। সিলিং মেশিন ব্যবহার করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে কাজ করা যায়।
যেই প্যাকেট সিল করা হবে তার খোলা অংশটি মেশিনের মধ্যে রেখে মেশিন সেট করে বাটন প্রেস করে ধরলে ম্যানুয়াল মেশিনে এক মিনিটেরও কম সময়ে সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়। অটোমেটেড মেশিনে পিস পার মিনিট হিসেবে গোণা হয়ে থাকে। সিলিং মেশিনের দাম ডিজাইন ও সাইজের উপর ভিত্তি করে ১০০০ থেকে  শুরু করে ২০,০০০ টাকার বেশি হতে পারে।

What is sealer machine?
A sealer machine is a product that seals the open packet or box. When this sealing can be done with hand then it is called hand sealer machine

Why do we need it?
As from its definition, this is clear that for our daily task hand sealer is so much important.
Sometimes we open a packet of boxes to use a product partially but when it is needed to close that we didn’t find any tool to close it as before. In that case, a hand sealer is very much helpful to do that & making our life easier.

How to use it?
Firstly the open packet needs to keep in inside the machine where there will have resistance wire or sealing bars. Then by applying heat on the packet with the sealing bars the packet is closed as before. So easy…!!!!!


Why should we contact malamal.xyz for this product?
Malamal.xyz will ensure the actual product with the best price for it. It has post-buy services that will help a lot whenever any problem occurs with the device. Malamal.xyz knows the product quality with best suits for the customer.

Life with a hand sealer machine?
As we mentioned at the beginning life with different problems about product stability there we need the right maintenance. When we need maintenance like closing a packet as before we must
need hand sealer machine which is very easy to use indeed.

Shopping cart
Sign in

No account yet?

We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.
Shop
Wishlist
0 items Cart
My account